হেমন্তের শিশির ভেজা রাত্রে, খোলা বাতায়নের পাশে বসে,
সুদূর আকাশে একটা নক্ষত্র দেখতাম, পরম মমতায় ভালবেসে।
কৈশোরে তার অপরূপ রূপে, আমি মুগ্ধ হয়েছি বারবার,
কল্পনা করেছি মনের নিরালা মন্দিরে, খুশি যত বার।
অনুভবে খসে যেত নক্ষত্রটি, ছুটে এসেছে আমার খোলা বাতায়নে,
আমি দৃষ্টি দিয়ে তাকে কাছে ডাকতাম, একান্ত আপনার করে দেখেছি দু'নয়নে।
কি অপূর্ব সৌন্দর্য্য, অপরূপ রূপে আমি মুগ্ধ হতাম বারবার,
কৈশোরের ভালবাসায় ফুটন্ত ফুল, ভাবনায় শত সহস্র ভুল আমার।
সে আমার অনেক সাধনার ধন, তার তরে সঁপেছি আমার এই মন,
মনের আকাশে উদিত নক্ষত্র আজ, আমার একান্ত আপন।
দখিনা বাতায়ন খুলে দেখতাম, সুদূর আকাশ হতে সে আমার পানে,
মিটি মিটি হাসছে, নিষ্পাপ এক ভালবাসার মোহ টানে।
অনুভব আলিঙ্গনে সে আমায় বুকে জড়িয়ে নিত, গভীর মায়ায়,
কত ভালবাসি তারে, দিন, মাস পেরিয়ে আজ বছর যায়।
তার সকল স্মৃতি মানসপটে ভাসে, ঘুম ভাঙ্গায় শিহরিত দীর্ঘশ্বাসে,
মনে পড়ে কত কথা, ভাবতেই পারিনা চোখ লোনাজলে ভাসে।
তার স্নিগ্ধ রূপে অবগাহন করেছি, বুনেছি সুপ্ত বাসনার জাল,
বাসনার কুঁড়িগুলি সুপ্তই রলো, প্রস্ফুটিত হবেনা কোন কাল।
মনের জানালা খুলে সে আসত, আপনভাবে একান্ত পাশে বসত,
নতুন জীবনের সাজানো গোছানো, কি সুন্দর রূপকথাময় গল্প বলত।
গল্প বলতে বলতেই কখন কোন ভোরের প্রভাতে, হারিয়েছে সে,
অদৃশ্য আজ আমায় হতে, অনুভবে উদিত হয়না মনের আকাশে।
০৫ এপ্রিল - ২০১৪
গল্প/কবিতা:
১০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪